নবীগঞ্জে স্বল্প ব্যয়ে সাফল্য পেতে ধানের বদলে এবার টমেটো চাষ

নবীগঞ্জে স্বল্প ব্যয়ে সাফল্য পেতে
ধানের বদলে এবার টমেটো চাষ

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ থেকে
শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই
ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীকালের অপেক্ষায় থাকতে হয়। শীতকাল মানেই কী
পিঠা,পুলি আর খেজুর রসের গল্প? দুপুরে, রাতের আহারে কবজি ডুবিয়ে যখন
মাছে ভাতে বাঙালি না হলেই নয়, তখন তার সাথে শাক-সবজি না হলে কেমন করে
হয়। বাহারি শাক-সবজিতে সমৃদ্ধ শীতকাল মাছে ভাতে বাঙালি পরিচয়টিকে যেন

আর ও পাকাপাকি করে তোলে একটি পরিপূর্ন আহারের মাধ্যমে। শীতকালের অন্যতম
একটি সবজির নাম হচ্ছে টমেটো।
স্বাদে টকটকে আর পাকলে লাল টুকটুক, রসালো ছোট্র একটি সবজি। এটা
টমেটো বৈ আর কিছুই নয়। সালাদ,ভার্তা,ভাজি বা তরকারি যেভাবেই খান
টমেটো যে চাই-ই চাই। টমেটো ভিটামিন সি-তে ভরপুর একটি সবজি।
এছাড়াও রয়েছে ভিটামিন
এ,ফাইবার,মিনারেল,ক্যালসিয়াম,ফসফরাস,বিয়োফ্লাবিন ও সামান্য পরিমান
ভিটামিন ডি, সালফার ও প্রচুর পরিমাণ পানি আছে।
দাঁতের সুরক্ষা, হৃৎপিন্ডের সুস্থতা.রোগ প্রতিরোধক,দৃষ্টিশক্তি ,ক্যান্সার
প্রতিরোধক হিসেবে ব্যাপক রয়েছে উপকারিতা। নবীগঞ্জে স্বল্প ব্যয়ে সাফল্য পেতে
ধানের বদলে এবার টমেটো চাষ করেছেন ছালেক আহমদ নামে এক প্রান্তিক কৃষক।
প্রায় ৮ বিঘা জমির উপর করা হয়েছে শীতকালীন সবজি টমেটো চাষ। যদি ও
শীতকাল চলে গিয়ে বসন্তের বার্তা নিয়ে এসেছে ফাল্গুন মাস। আর এই মাসে
টমেটো চাষে সাফল্য দেখছেন গ্রামাঞ্চলের প্রান্তিক কৃষকরা। স্বল্প ব্যয়ে অধিক
টমেটো চাষ করে ন্যায্য মূল্য পেয়ে খুশি তারা।
সরেজমিনে গিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ-আগনা গ্রামের
প্রান্তিক কৃষক ছালেক আহমদ (৬০) ,এর সঙ্গে কথা বলে জানা যায়, ধান চাষে
সাফল্য না পেয়ে নিজের ফসলি জমিতে কয়েক মাস পুর্বে শীতকালীন সবজি
টমেটো চাষ করেন। চাষ করা টমেটো বাজার জাত ও করেছেন কয়েকবার। ফাল্গুন ও চৈত্র
মাসে আবারও বাজার জাত করার কথা রয়েছে। খুচরা বাজারে পাইকারী মূল ২০ টাকা
কেজি। ধান চাষের বদলে টমেটো চাষ কেন? এ প্রতিনিধির এমন প্রশ্নের জবাবে
তিনি আরো বলেন, ধান চাষ করে কোনো সাফল্য দেখছি না। কারন এত পরিশ্রম
এবং ব্যয়বহুল টাকা খরচ করেও ধানের ন্যায্য মূল্য নিয়ে পড়তে হয় বিপাকে। তাই
বিকল্প পথ হিসেবে স্বল্প ব্যয়ে টমেটো চাষ করতে উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ
ধানের চেয়ে অধিক সাফল্য পাব। কম খরচে লাভবান হব।

 

 

 

আপনি আরও পড়তে পারেন