বাধ্য হয়ে তুরাগ দখলমুক্ত অভিযান বন্ধ করল বিআইডব্লিউটিএ

বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা অপসারণ করতে না পারায় তুরাগ নদ দখলমুক্ত করার চলমান অভিযান বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় স্থানীয়দের জন অসন্তোষ তৈরি হওয়ায় তুরাগের আশুলিয়া পাড়ের ধৌড় এলাকা থেকে অভিযান বন্ধ করে দেয় সংস্থাটি।

উচ্ছেদকারী কর্মকর্তারা জানান, আপিল বিভাগের নির্দেশনা থাকার পর গত ১৮ দিন পার হয়ে গেলেও অজানা কারণে তুরাগের টঙ্গি পারের নিশাত জুট মিল ও হোসেন ডাইং উচ্ছেদ করতে দেয়া হয়নি তাদের। একইভাবে বৃহস্পতিবার সকালে তুরাগের প্রায় আড়াই একর নদী তীর দখল করা শারমিন গ্রুপের বালুর স্তুপ অপসারণে করতে গেলে ফের উপর মহল থেকে বাঁধা আসায় তা অপসারণ করতে পারেনি বিআইডব্লিউটিএ। বার বার উচ্ছেদে বাধা আসায় এ সময় উচ্ছেদে থাকা কর্মকর্তারা উচ্ছেদ বন্ধ করে দেয়। তারা বলছেন, একই দাগের অন্য দখল করা স্থাপনা উচ্ছেদ করা গেলেও এসব উচ্চেদ না করায় স্থানীয়ভাবে অসন্তোষ তৈরি হয়েছে। ফলে তারা উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হয়েছেন।

 

 

 

আপনি আরও পড়তে পারেন