‘কচুরিপানা নিয়ে পরীক্ষা চলছে, খাওয়ার উপযোগী সময় বলে দেবে’

সম্প্রতি পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পরিকল্পনামন্ত্রী খারাপ কিছু বলেননি। কচুরিপানার ফুড ভেলু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষায় কচুরিপানা খাওয়ার উপযোগী হলে সময় বলে দেবে এ নিয়ে কি করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। মানুষ আগে অনেক কিছুই খেত না। কিন্তু এখন তো খাচ্ছে।

পেঁয়াজের কেজি এখন ১০০ টাকার নিচে দাবি করে তিনি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরও কমবে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না।

আপনি আরও পড়তে পারেন