ঔষধ নকলবাজদের বিরুদ্ধে সিআইডির অভিযান

ঔষধ নকলবাজদের বিরুদ্ধে সিআইডির

অভিযান

বহু আগ থেকে অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেট চক্র
এসবি ল্যাবরেটরীজের পাওয়ার-৩০ নামের ঔষধ নকল করে
সারাদেশে বিক্রি করে আসছে। অভিযোগের ভিত্তিতে
সিআইডির ডেমরা জোনের এএসপি ইকবাল হাসানের
নেতৃত্বে একটি টিম মতিঝিলের ১০২ আরামবাগের
ডাইকাটিং কারখানা ও ১০৫ আরামবাগের প্রিন্ট কেয়ার
প্রিন্টিং হাউজে সাড়াশি অভিযান পরিচালনা করে এসবি
ল্যাবরেটরিজের পাওয়ার-৩০ ঔষধের লেবেল-কার্টন ও ছাপা প্লেট
জব্দ করেন। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা হয়, যার
নং-১৯, তারিখ ১৬/০২/২০২০ইং, ধারা-
৪২০/৪৭৩/৪৮৩/৪৮/৪৮৬/১১৯ এবং সিআইডি কন্ট্রোল
রুমের সাধারণ ডাইরী নং-২৯৭, তাং- ১৬/০২/২০২০ইং।
মামলার সুত্রে প্রকাশ, কারখানার কর্মচারীরা বলছেন ১৫৮/এ
আরামবাগের (তৃতীয় তলার) বিজয় প্রিন্টিং এর মালিক
হারুন পাওয়ার-৩০ নামের ঔষধের লেবেল-কার্টন নকল করে
ছাপাতে দিয়েছে এবং ইতিপূর্বে ৩৬ হাজারের মতো
লেবেল-কার্টন ছাপিয়ে নিয়েছে। একটি অসুধ চক্র
এসবি ল্যাবরেটরিজের পাওয়ার-৩০ ছাড়াও বিভিন্ন ঔষধ নকল
করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ
সারাদেশে বিক্রি করছে। ঘটনার সময় সিআইডি পুলিশের
উপস্থিতি টের পেয়ে নকলবাজ চক্রের কজন সদস্য পালিয়ে
যায়। ফলে মূল আসামী এখনও ধরা ছোয়ার বাইরে। যেহেতু
মতিঝিল থানায় রুজু হওয়া মামলাটি তদন্ত করবেন
সিআইডি। সেহেতু নকলবাজ চক্রের মূল হোতার ব্যাপারে
কিছুই জানা যায়নি। তবে, অসাধু চক্রটি ধরাছোয়ার
বাইরে থেকে যেভাবে জনস্বার্থ বিরোধী কর্মকান্ড করছে,
তাতে জনস্বার্থের বেশি ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে মূল
আসামিকে গ্রেপ্তার করতে পারলে ঔষধ নকলবাজদের ব্যাপারে
আরো তথ্য বেরিয়ে আসবে।

 

 

 

https://www.youtube.com/watch?v=BHqOXChmTOE

আপনি আরও পড়তে পারেন