শুরুতেই ভারত পরীক্ষা

পুরোনো দুঃস্মৃতি ভুলে নতুন কিছু করতে চান বাংলার মেয়েরা। আজ (২৪ ফেব্রুয়ারি) সেই লক্ষ্যেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস টু।

এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২৭ ফেব্রুয়ারি মানুকা ওভালে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

তৃতীয় ম্যাচে আরেক পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে সেই পরীক্ষায় বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ মার্চ একই মঞ্চে নারী দল মোকাবিলা করবে শ্রীলংকাকে।

৮ মার্চ শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে নারী টি২০ বিশ্বকাপের এ আসর। এখন পর্যন্ত চার-ছক্কার বিশ্ব আসরে সফল দল অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের সর্বোচ্চ দৌড় প্রথম রাউন্ড।

বাংলাদেশের অতীত রেকর্ড আরও বাজে। চার-ছক্কার বিশ্বকাপে বাংলার মেয়েরা এ পর্যন্ত তিনবার অংশ নিয়ে ১৩ ম্যাচ খেলেছেন। যার মধ্যে কেবল দুই জয়। ওই জয় দুটি এসেছে ২০১৪ বিশ্বকাপে, ঘরের মাঠে আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে। আর গত দুই টি২০ বিশ্বকাপে তো এক ম্যাচও জেতেননি নারীরা।

এমন তিক্ততা নিয়ে এবারও কঠিন পরীক্ষা দিতে হবে। তার ওপর অস্ট্রেলিয়ার মতো কন্ডিশন হতে পারে তাদের জন্য আরেক দুশ্চিন্তা। অবশ্য এসবের মাঝেও আলো ছড়াতে মরিয়া বাংলাদেশ। পুরনো দুঃস্মৃতি ভুলে নতুন কিছু করতে চান বাংলার মেয়েরা।

আপনি আরও পড়তে পারেন