আশরাফুলের সঙ্গে এমন ‘অশোভন আচরণ’ কীভাবে করলেন আল আমিন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (২৬ ফেব্রুয়ারি) বিসিএলের চতুর্থ দিনে পূর্বাঞ্চলকে ২৪৮ রানে অলআউট করে ১০৫ রানের ব্যবধানে জিতেছে আল আমিনের দক্ষিণাঞ্চল। একইসঙ্গে জিতে নিয়েছে বিসিএলের হ্যাটট্রিক শিরোপাও।

এই ম্যাচে বিতর্কে জড়ালেন আল আমিন। প্রথম ইনিংসে ১৩ ওভারে ৩৮ রান খরচায় ছিলেন উইকেটশুন্য। পরে দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে ৩১ রানের বিনিময়ে নিতে পেরেছেন মোহাম্মদ আশরাফুলের উইকেট।

এই একমাত্র উইকেটের উদযাপনেই মাত্রা ছাড়িয়ে গেছেন আল আমিন। আশরাফুলের উদ্দেশ্যে অশোভন আচরণ এবং অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ আনা হয় তার বিপক্ষে। যা কি না ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল-১ এর অপরাধ।

এই অপরাধের জের ধরে ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল সর্বোচ্চ শাস্তির ঘোষণাই দেন। যেটি হলো ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেয়া।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে আল আমিনকে। সে সিরিজে খেলতে আগামীকাল (বৃহস্পতিবার) দলের সঙ্গে সিলেট যাবেন ৩০ বছর বয়সী এ পেসার। তার আগে এই দুঃসংবাদ পেলেন আল আমিন।

আপনি আরও পড়তে পারেন