গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে দু’টি দোকানের মালামাল পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খোদাবক্সপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।

উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে খোদাবক্সপুর বাজারের নাজমুলের বন্ধ মুদি দোকানের ভেতরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আব্দুল কাদিরের হোমিওপ্যাথিক দোকানে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহায়তায় দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ, মুদির দোকানের মালামাল, হোমিওপ্যাথিক ওষধসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, মুদি দোকানের ভিতর গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, দুঃখজনক ঘটনা। দুই দোকানে বেশ ক্ষয় ক্ষতি হয়েছে।

আপনি আরও পড়তে পারেন