হেলিকপ্টার কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন কোবের স্ত্রীর

কোবে ব্রায়ান্ট এবং তার মেয়ে জিয়ান্নার প্রাণ কেড়ে নিয়েছিল যে হেলিকপ্টার, তার নির্মাতাদের বিরুদ্ধে মামলা করলেন ভেনেসা ব্রায়ান্ট। সোমবার কোবের স্মৃতির উদ্দেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিনই মামলা করেছেন কোবের স্ত্রী। ওই হেলিকপ্টারের নির্মাতা আইল্যান্ড এক্সপ্রেসের পাশাপাশি মামলা করেছেন মৃত পাইলট আরা জোবায়ানের বিরুদ্ধেও।

কোবে এবং জিয়ান্না ছাড়াও আরও ৬ জন দুর্ঘটনায় মারা যান। কেন প্রচণ্ড কুয়াশা এবং মেঘ থাকা সত্ত্বেও পাইলট হেলিকপ্টার ওড়ানোর ঝুঁকি নিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, দুর্ঘটনার তদন্ত এখনও চলছে। কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ ধরনের পরিবেশে ওড়ানোর মতো সামর্থ্য ওই হেলিকপ্টারের ছিল না। পাইলট নিজে পরিষ্কার দেখতে পেলে তবেই ওড়াতে পারতেন। এ ক্ষেত্রে জোবায়ান তা করেননি। এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও উত্তর আসেনি।

আপনি আরও পড়তে পারেন