বিশ্বকাপের সেরা বোলার বাংলাদেশের রিতু

শনিবার (২৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন রিতু মনি। তাতেই টপকে গেলেন বাংলাদেশের সবাইকে। এখানেই শেষ নয়, চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই সেরা বোলিং।

এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন পান্না ঘোষ। এরপর ২০১৮ সালে সালমা খাতুন ও জাহানারা আলম অনেকটা কাছে গিয়েও পান্নাকে পেছনে ফেলতে পারেননি।

লংকানদের বিপক্ষে জাহানারা ২১ রান খরচ করে নেন ৩ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সালমা খাতুন ২০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এতদিন পর তাদের ছাড়িয়ে গেলেন রিতু।

যদিও ম্যাচটা জেতা হয়নি বাংলাদেশের। দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ড নারী দলকে ৯১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। কিন্তু জবাব দিতে নেমে এই অল্প রানও তুলতে পারলো না। ৭৪ রানে অলআউট হয়ে কিউইদের কাছে ম্যাচটা হারল ১৭ রানে।

আপনি আরও পড়তে পারেন