ভারতের লেজেগোবরে অবস্থা, ২৪২ রানে অলআউট

মোটেও ছন্দে ফিরতে পারছে না ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বোলিং তোপে প্রথম ইনিংসে এক নম্বর টেস্ট দল লেজেগোবরে হয়ে অলআউট ২৪২ রানে।

জেমিসন; একাই নিলেন পাঁচটি উইকেট। ভারতের বরাবরের যা অভ্যাস বিপক্ষের নতুনদের ভালো করে সুযোগ করে দেওয়া সেই ট্রেন্ড বজায় রাখল কোহলি অ্যান্ড কোং।

টস হেরে হ্যাগলে ওভালের গ্রিন টপে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। মেঘলা আবহাওয়া ও ঘাসের পিচে ইনিংসের শুরুটা মন্দ হয়নি তাদের। পৃথ্বী ও মায়াঙ্ক আগারওয়াল ওপেনিং জুটিতে ৩০ রান যোগ করেন।

ময়াঙ্ক ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেও পৃথ্বীর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১২ ওভারের অর্ধশতক করে ভারত। তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পৃথ্বী।

তার মতোই হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন বিহারীও। ৭০ বলে ৫৫ রান করেন তিনি। আর মধ্যাহ্নভোজ সেরে মাঠে ফিরেই সাউদির শিকার হন কোহলি। তারপরেই রাহানে। এভাবে নিয়মিত উইকেট খুইয়ে অল্পতে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

আপনি আরও পড়তে পারেন