বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রোববার (১ মার্চ) সকাল ১০টায় পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত পুলিশ সদস্যদের।

পরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত বগুড়া জেলার বাসিন্দা ২১ জন প্রয়াত পুলিশের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সফিজুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এর পুলিশ সুপার শহিদ উল্লাহ, পুলিশের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), আব্দুল জলিল পিপিএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াছমিন, রাজিউর রহমান, সদর থানার ওসি এস এম বদিউজ্জামান, গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম, ইন্সপেক্টর রেজাউল করিম রেজা।

সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বগুড়ার প্রয়াত ২১ পুলিশ সদস্যরা সন্ত্রাসী হামলায়, সড়ক দুর্ঘটনায় জামায়াত শিবিরের হামলায় নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন ডিউটিরত অবস্থায় অসুস্থ্য হয়ে মৃতবরণ করেছেন।

আপনি আরও পড়তে পারেন