‘নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হয়’

নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। সোমবার (২ মার্চ) সকালে ভোটার দিবসের র‌্যালি শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় তিনি এ মন্তব্য করেন।

কবিতা খানম বলেন, এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’। এই প্রতিপাদ্যের মধ্যে একটা স্পিরিট আছে, ফোর্স আছে। নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকার প্রতিষ্ঠা করে দেবে না।

তিনি আরও বলেন, শুধু এটুকু বললেই হবে না যে, আমি ভোট দিতে গিয়ে দিতে পারিনি- এটা আপনার (ভোটার) ব্যর্থতা। ভোটার হবেন, ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের অধিকার স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা নেবেন।

আপনি আরও পড়তে পারেন