বিএনপির মানববন্ধন কর্মসূচি পিছিয়েছে

ওয়াসার পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে পূর্বঘোষিত বিএনপির মানববন্ধন কর্মসূচি পিছিয়েছে। মানববন্ধনটি সোমবার (২ মার্চ) হওয়ার কথা ছিল। কর্মসূচিটি একদিন পিছিয়ে মঙ্গলবার (৩ মার্চ) পালন করা হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

জানা গেছে, সারাদেশে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেওয়া হলেও ঢাকার কর্মসূচি একদিন পেছানো হয়েছে। তবে সারাদেশের জেলা শহরে এই কর্মসূচি যথারীতি আজ সোমবার পালিত হবে।

ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। এ কারণে সারাদেশে সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হবে মঙ্গলবার।

জানতে চাইলে, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আজকের (সোমবার) মানববন্ধন কর্মসূচি ভিভিআইপি মুভমেন্টের কারণে একদিন পেছানো হয়েছে। এই কর্মসূচি মঙ্গলবার পালিত হবে।

আপনি আরও পড়তে পারেন