মনে পড়ে সাকিবকে?

এই মার্চেই নিষেধাজ্ঞার ছয় মাস শেষ হচ্ছে সাকিব আল হাসানের। ক্রিকেটপ্রেমীরা বোধ হয় অধীর অপেক্ষায়, কবে ফিরবেন সাকিব। কবে আবার লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন।

ওই চেনা উদযাপন, চিরচেনা হাসি আর ব্যাটে-বলের দাপটে দিন শেষে বাংলাদেশকে জেতাবেন। এমন কত-শত স্বপ্নই না ঘুরপাক খাচ্ছে টাইগারভক্তদের মনে। তবে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। ক্রিকেটবোদ্ধাদের ধারণা, নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ২২ গজ মাতাবেন সাকিব।

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় গত বছরের অক্টোবরে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতিয়েছেন তিনি।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

আপনি আরও পড়তে পারেন