করোনাভাইরাসের কারণে স্থগিত এসিসির সভা

মঙ্গলবার (৩ মার্চ) দুবাইয়ের এসিসির মিটিংয়ে চূড়ান্ত হওয়ার কথা ছিল এশিয়া কাপের ভেন্যু। শেষ পর্যন্ত করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল ওই সভা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনা আতঙ্কে দুবাই যেতে রাজি হননি।

 

পিটিআই আরও জানায়, এসিসির সদস্য দেশের আরো কয়েকজন কর্মকর্তাও একই কারণে দুবাই সফরে যেতে আপত্তি জানান। তাতে আর হচ্ছে না এসিসির সভা।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাস (কভিড-১৯) আগেই মহামারি আকার ধারণ করেছে চীনে। আর দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে ব্যাপকহারে সংক্রমিত হওয়ার পর বিশ্বব্যাপী ওই ভাইরাসের প্রাদুর্ভাবের আতঙ্ক বাড়ছে।

এতে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। বিশ্বের ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে। অবশেষে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও পড়েছে এর প্রভাব।

আপনি আরও পড়তে পারেন