সুরকার সেলিম আশরাফ আর নেই।নিজস্ব প্রতিবেদকঃ

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা…তোরা দেনা… দেনা… সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা।।’-এই গানসহ আরও অনেক জনপ্রিয় গানের সুরকার ছিলেন সেলিম আশরাফ। সেই প্রিয়জন আজ আমাদের মাঝে নেই। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেলিম আশরাফের স্ত্রী সংগীত শিল্পী আলম আরা মিনু তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সেলিম আশরাফের বাড়ি ঢাকার দোহার উপজেলার বাস্তা গ্রামে। স্কুল জীবনে তিনি বান্দুরা হলিক্রশ স্কুলে লেখাপড়া করেন। সেলিম আশরাফ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৩ দিন চিকিৎসা নিয়েছিলেন এই খ্যাতমান সুরকার সেলিম আশরাফ। তখন থেকে কয়েক মাস বেশ সুস্থ ছিলেন তিনি। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় তাকে রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় চিকিৎসার ব্যয় নিয়ে সমস্যায় পড়লে তাকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা দিয়ে আবার তার চিকিৎসা শুরু করা হয়। কিন্তু চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিম আশরাফ। সেই অসুস্থতা তাকে শেষ পর্যন্ত না ফেরার দেশে নিয়ে গেল। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। সেই সাথে দৈনিক আগামীর সময় পরিবার তার রুহের মাগফিরাত কামনাসহ তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছে।

আপনি আরও পড়তে পারেন