জিম্বাবুয়ের ‘মাথাব্যথা’র নাম তামিম

বিশ্বকাপের পর নিজেকে হারিয়ে খুঁজছিলেন। একের পর এক ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ দেখা যায় তামিম ইকবালকে। তাতে সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হন তিনি। তবে দেরিতে হলেও নিজেকে খুঁজে পেয়েছেন।

এই তো দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করে খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। তাতেই এখন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে গেলেন তামিম। সিরিজ হারের দিন সফরকারী অধিনায়ক শন উইলিয়ামসও তামিমের প্রশংসা করেন। পাশাপাশি তাকে নিয়ে ভাবার কথা জানান।

শুক্রবার (৬ মার্চ) সিরিজের তৃতীয় ওয়ানডে। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জিম্বাবুয়ের জন্য এই তামিম যেন বড় বাধা। তারা খুব করে চাইবেন যত দ্রুত তাকে ফেরানো যায়। কেননা তারা ভালো করেই জানেন তামিমের দিনে যে কোনো দলই পিছু হটতে বাধ্য। যেমনটা হয়েছিল দ্বিতীয় ওয়ানডেতে।

দারুণ রেকর্ড, সাথে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি আর কেউ। অথচ তামিমের হয়ে গেল দুটি। ওই দিন ৪৫তম ওভার পর্যন্ত খেলে করেছেন ১৫৮ রান। ১৩৭ বলের ইনিংসে ২০ চারের সঙ্গে ছক্কার মার ছিল ৩টি।

আপনি আরও পড়তে পারেন