বেরোবি উপাচার্যের পাবলিক হাজিরা খাতা চুরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ক্যাম্পাসে উপস্থিতি বিষয়ক হাজিরা খাতাটি চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৪ মার্চ) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ এবং তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’।

এ বিষয়ে অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘এর আগেও প্রশাসন আমাদের টানানো স্মারকলিপি খুলেছিল। আমার মনে করি এবারো প্রশাসনের পক্ষেই এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের শাস্তি দাবি করছি।’

শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘অভিনব এবং শৈল্পিক আন্দোলনে যারা অগণতান্ত্রিক এবং গোপনে চৌর্যবৃত্তির আশ্রয়ে এসব কাজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আগামীতে এ কাজ করবেন না। যেই বোর্ড এবং ব্যানার খুলে ফেলেছেন তা পুনরায় টানানোর ব্যবস্থা করুন।’

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ২০২০ সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক ড.নাজমুল আহসান কলিম উল্লাহ এর ধারাবাহিক ক্যাম্পাসে অনুপস্থিতি সহ অর্ধশত অনিয়ম-দুর্নীতি এবং সেচ্ছাচারিতার খতিয়ান প্রকাশ করে এবং তার অফিসে স্মারকলিপি দিতে যায় ‘অধিকার সুরক্ষা পরিষদ’ এর ব্যানারে শিক্ষকরা। কিন্তু তাকে ক্যাম্পাসে না পেয়ে শিক্ষকরা তার হাজিরা খাতা টানিয়ে দিয়েছেন। আর নিয়মিত এটি আপডেট করা হচ্ছিল।

আপনি আরও পড়তে পারেন