ভালো নেই মেসি

লিওনেল মেসি; যার দিকে চেয়ে থাকে বার্সা। তিনিই যখন গোল খরায় ভোগেন, তখন কী আর ভালো লাগে। গত দুই ম্যাচের পর মেসিকে আর সেই মেসির মতো দেখা যায় না। রেফারির বাঁশির পর নিজের শরীরটা কোনো মনে টেনে ড্রেসিংরুমের দিকে পা বাড়ান।

সর্বশেষ এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারার পর নাকি রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি কাতালান প্রাণভোমরা। তার আগে ন্যাপোলি ম্যাচে গোল পাননি। উল্টো হলুদ কার্ড খেলে আছেন নিষিদ্ধ হওয়ার মুখে।

চলমান মৌসুমটা মেসির আলো-ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এই হাসি, এই কান্না। এর আগে টানা কয়েকটি ম্যাচে গোলহীন থাকার পর এক ম্যাচেই পুষিয়ে দেন। লিগে এইবারের জালে একাই চারবার বল পাঠান। এখন আবার নিজেকে হারিয়ে খুঁজছেন।

আর কত? মেসি না হাসলে যে বার্সাও হাসে না। তার প্রমাণ তো গত দুই ম্যাচ। তবে আর্জেন্টাইন সুপারস্টার আর কতদিন টানবে কাতালানদের। অবশ্য ছন্দ হারানোর আরেকটি কারণ চোটজর্জর বার্সা। আগের মতো আক্রমণভাগে সতীর্থ কাউকে পাচ্ছেন না মেসি। যে কারণে সুযোগও তৈরি হচ্ছে কম।

আপনি আরও পড়তে পারেন