অবিকল রানু মণ্ডলের মতোই দেখতে, কে এই মহিলা?

কপালে তিলক কাটা, কীর্তনের আঙ্গিকে ‘তেরি মেরি কাহানি’ গাইছেন এক মহিলা। সম্প্রতি, অনিত খাখলারি নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তবে আলোচ্য বিষয় অবশ্য কীর্তনের আঙ্গিকে মহিলার ‘তেরি মেরি কাহানি’ গান গাওয়া নয়। আলোচ্য বিষয় হল যে মহিলা গানটি গাইছেন তাকে দেখতে অবিকল রানু মণ্ডলের মতো। অনন্ত এমনটাই মনে করছেন নেটিজেনরা।

অসমের বাসিন্দা অনিত খাখলারি নামে যে ব্যক্তি নিজেও ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন ”রানু মণ্ডলের বোন, নতুন তেরি মেরি কাহানি।” আর ভিডিয়োটি পোস্ট করতে ওই মহিলা সোশ্যাল মিডিয়ার আলোচনায় বিষয়বস্তু হয়ে উঠেছেন। নেটিজেনদের অনেকেই ওই মহিলাকে দেখে ‘ ঠিক যেন রানু মণ্ডলের বোন’-এর মতো বলেই মনে করছেন।

তবে কে এই মহিলা , কী তার পরিচয়, রানুর সঙ্গে আদৌও তার কোনও সম্পর্ক রয়েছে কিনা তা অবশ্য জানা যায় নি।

প্রসঙ্গত, ভারতের কলকাতার রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকারের গান পেয়ার কা নাগমা হ্য’ গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। আজ তিনি বড় তারকা। রাতারাতি বদলে গেছে রানুর জীবন। রানু মণ্ডলকে এখন ভারতবাসী তো বটেই, উপমহাদেশের অসংখ্য মানুষ চেনেন।

আপনি আরও পড়তে পারেন