পাওয়ার প্লে’তে পাওয়ার ব্যাটিং

শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। প্রথম ১০ ওভার পাওয়ার প্লে’তে পাওয়ার ব্যাটিংই করেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস মিলে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছে। যার মধ্যে বাউন্ডারি ছিল ৮টি।

আজ (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেই লাল সবুজ জার্সিতে শেষবারের মত টস করতে নামেন মাশরাফি বিন মুর্তজা। যদিও শেষ টস ভাগ্যে হেরে যান তিনি। তাতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল সফরকারী জিম্বাবুয়ে।

এ দিকে চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অভিষেক হলো দুই তরুণ-আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখের। এছাড়া একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

আর মাশরাফির যাবার বেলায় নেই তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও নাজমুল হোসেন শান্ত। নেই হঠাৎ দলে ডাক পাওয়া সৌম্য সরকারও। তবে কোন পরিবর্তন নেই জিম্বাবুয়ের একাদশে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দারুণ জয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সেক্ষেত্রে তৃতীয় ওয়ানডে জিতলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি অধিনায়ক মাশরাফিকেও বিদায়ী উপহার দিতে পারবে টাইগাররা। আপাতত ওই আশায় ডমিঙ্গোর শিষ্যরা।

আপনি আরও পড়তে পারেন