ঢাকায় মোদির সফর ‘সফল’ করতে চায় দিল্লি

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে কোনও চুক্তি হবে না। তাছাড়া এই মুহূর্তে সিএএ-এনআরসি ও সাম্প্রতিক দিল্লি সহিংসতার জেরে দু’দেশের সম্পর্কে যথেষ্ট মেঘ জমে রয়েছে। তবে সেই মেঘ কাটিয়ে মোদির বাংলাদেশ সফরকে সফল হিসেবে তুলে ধরতে সক্রিয় ভারতের কেন্দ্রীয় সরকার।

তাই বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা দিতে পারেন মোদি। তিস্তাকে বাদ রেখে অন্য কয়েকটি নদীর পানির ভাগাভাগি নিয়ে সমঝোতা হতে পারে বলে সম্প্রতি ঢাকা সফরে ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানাচ্ছে এসব সম্ভাবনার খবর।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোদির সফরে ভারত-বাংলাদেশের মধ্যে শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। পাঁচবছর পর ঢাকার মাটিতে পা রাখতে চলেছেন মোদি। তার আগের সফরে দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি হয়েছিলো।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানায়, আসন্ন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে দু’দেশের মধ্যে আঞ্চলিক সংযোগের নতুন দিক খোঁজা। বাংলাদেশ ও ভারতের মধ্যে নদীপথে যাতায়াত বাড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা হতে পারে। বাংলাদেশের বন্দরগুলোকে ব্যবহার করে ভারতের উত্তরপূর্বাঞ্চলে এলপিজি গ্যাস পাঠানোর নতুন উদ্যোগ নিয়েও আলোচনা হবে মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময় আমরা আরও বিস্তারিত জানাব।’

রবীশ কুমার আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। আমাদের প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’

আপনি আরও পড়তে পারেন