খালেদা জিয়ার সাময়িক মুক্তির আবেদন পরিবারের: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবানও জানান ফখরুল। রোববার (৮ মার্চ) দুপুরে জিয়ার কবরে গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে তাতে কী আছে আমার সঠিকভাবে জানা নেই। এটা তার পরিবার বলতে পারবে।

গাজীপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সাংবাদিকদের তিনি বলেন, শুধু রাজনৈতিক কারণেই বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না। যুবলীগের বহিস্কৃত নেতা জি কে শামীমের জামিন প্রমাণ করে সরকার চাইলে যে কারো জামিন হয়। জামিন নির্ভর করে সরকার চাওয়া না চাওয়ার উপর।

এর আগে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে রেলি করে করে জাতীয়তাবাদী মহিলা দল। রেলিটি নাইটিংগেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের জবাবদিহিতার জায়গা নেই বলেই বেআইনিভাবে যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামিমের মতো একজন অপরাধী জামিন পাওয়ার পরও রাষ্ট্র বলছে তারা জানে না। এতে প্রমাণিত হয় এ রাষ্ট্র ব্যর্থ ও অকার্যকর হয়ে গেছে এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।

রেলির আগে সংক্ষিপ্ত জমায়েতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে নারীদের অধিকার আদায় করা যাবে না । মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সরকার আটকে রাখার সমালোচনা করে তারা ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান।

এদিকে প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক মানববন্ধনে বক্তারা জানান, শুধু বিএনপি চেয়ারপারসন নন, পুরো জাতি আজ বন্দী। এ থেকে মুক্তি পেতে হবে। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরপেক্ষ নন । তিনি মানবতার শত্রু বলেই তাকে বাংলাদেশে স্বাগত জানাতে পারে না বিএনপি।

আপনি আরও পড়তে পারেন