রিয়ালের হার, শীর্ষেই রইল বার্সা

আগের দিন সোসিয়েদাদের সঙ্গে কষ্টার্জিত জয়ে লিগের টেবিলে একে উঠে যায় বার্সা। তবে বার্সাকে সরিয়ে শীর্ষস্থান নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের। ওই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো রোববার (৮ মার্চ) রাতে বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। তাতে টেবিলের একই থাকল কাতালানরা।

এ দিন প্রথমার্ধের ৪০তম মিনিটে লিডও নেয় বেতিস। রিয়াল মাদ্রিদ অধিনায়ক-ডিফেন্ডার সার্জিও রামোস ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলেই গোল হজম করতে হয়েছে। জটলা থেকে বল বিপদমুক্ত করতে পারেননি রামোস।

অবশ্য তাদের গোল উৎসব স্থায়ী হয়নি বেশিক্ষণ। মার্সেলোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) স্পট কিক থেকে গোল করে সমতা আনেন বেনজেমা।

এরপর লড়াই জমে ওঠে বেশ কিছুক্ষণের জন্য। ৮২ মিনিটে ফের ব্যাক ফুটে চলে যায় রিয়াল মাদ্রিদ। বদলি খেলোয়াড় ক্রিশ্চিয়ান তেয়ো গোল করে উচ্ছ্বাসে ভাসান রিয়াল বেটিস দর্শকদের। বার্সার সাবেক ফুটবলারের করা এই গোলেই কপাল পুড়েছে জিদানের শিষ্যদের।

আপনি আরও পড়তে পারেন