স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ রইজ উদ্দিন

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তার নাম বাদ দেয়া হয়। রইজ উদ্দিন স্বাধীনতা পুরস্কার ২০২০ এ সাহিত্য বিভাগের জন্য মনোনীত হয়েছিলেন। গেলো ২০শে ফেব্রুয়ারি দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই সাহিত্যে এস এম রইজ উদ্দিনের মনোনয়ন নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রইজ উদ্দিন গত ১৫ জানুয়ারি অবসরে গেছেন খুলনা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনারের পদে থেকে।

সরকারি ওয়েবসাইটে দেওয়া জীবন বৃত্তান্তের তথ্য অনুযায়ী, রইজ উদ্দিনের জন্ম ১৯৬০ সালের ১৫ জানুয়ারি, নড়াইলের লোহাগড়া থানার কুমড়ী গ্রামে।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন