কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর সীমান্তে ৬৬৬ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এক প্রেস ব্রিফিং-এ জানান, শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিটে চর রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী সীমান্তের শিবেরডাংগী গ্রামে অভিযান চালিয়ে রমজান আলী (২১) নামে একজনকে আটক করা হয়। এসময় ৪৯৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৮৯০ টাকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮১ হাজার ১৯০ টাকা।আটক রমজান আলী রৌমারী উপজেলার নটানপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে।

এর আগে সকাল ১০টায় চর রাজিবপুর সীমান্তের চর ফুলকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৪শ’ টাকা মূল্যের ৮৮ পিস মালিকবিহিন ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এছাড়াও বৃহস্পতিবার ভোররাতে রৌমারী উপজেলার চর বামনেরচর এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা মূল্যের ৮৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সালাম ফকির (৪৯) নামে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই গ্রামের আবু বক্করের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন