বললে তো বলবেন আতংকিত হবেন না!

করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশের আন্তর্জাতিক ফ্লাইটগুলো সাময়িক সময়ের জন্য সীমিত করা যায় কিনা সে প্রশ্ন করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি যা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মোস্তফা সরয়ার ফারুকীর সে ফেসবুক পোস্টটি সময় সংবাদের পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো:

‘বললে তো বলবেন আতংকিত হবেন না।
কিন্তু সারা দুনিয়া লক ডাউন কইরা নিজেদের রক্ষা করতেছে। আমেরিকা ইউরোপের সাথে সব ফ্লাইট বন্ধ করছে, দেশে দেশে স্কুল-কলেজ বন্ধ করতেছে, সবাইরে বাসায় বসে কাজ করতে বলতেছে, ফিল্ম ফেস্টিভ্যাল-মিউজিক ফেস্টিভ্যাল-বাস্কেটবল লীগ সব বন্ধ করা হইতেছে, এমনকি ইন্ডিয়া সব দেশ থেকে পর্যটক আসা নিষিদ্ধ করতেছে, আমাদের চিন্তাটা কী আসলে?

আমরা কি কয়টা দিনের জন্য আন্তর্জাতিক ফ্লাইটে নিয়ন্ত্রন আরোপ করতে পারি? বা আরো কিছু সেফটি মেজার নিতে পারি?
প্যানডেমিকের ক্ষেত্রে টাইমলি ডিসিশান কিন্তু ভাইরাস নিয়ন্ত্রণের চাবিকাঠি।’

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন