দোহারে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত।

মাহবুবুর রহমান টিপু নিজস্ব প্রতিবেদক:

দোহারে মুজিববর্ষ উপলক্ষে একতা সংঘের আয়োজনে ইসলামাবাদ মাঠ প্রাঙ্গনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ৪টায় উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো.আলমগীর হোসেন বলেন,আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছেন সরকার। এ উপলক্ষে সারা দেশে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে সরকার। মূলত আয়োজনের দিক থেকে ক্রীড়া সংগঠনগুলোই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিপুল সংখ্যক জাতীয় ও আন্তজার্তিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন।
নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবুর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন নারিশা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দরানী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক বরকত উল্লাহ,দেলোয়ার হোসেন,সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন,ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী,বিদ্যালয়ের সভাপতি আজিজুর রহমান খান,প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও জমিদাতা সদস্য মাহবুবুর রহমান টিপু,আওয়ামীলীগ নেতা আবুল বাসার মৃধা,ফরহাদ হোসেন,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আ.রহিম বেপারী,আনিস বেপারী,বাদল চোকদার,মালিকান্দা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ডা.শাহজাহান,আব্দুল হান্নান বেপারী প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা ও স ালনা করেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মো.মাসুদ খান ও দুলাল বেপারী।

আপনি আরও পড়তে পারেন