বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরল মোচিকের কর্মচারী কবির

বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরল মোচিকের কর্মচারী কবির রিয়াজ উদ্দীন, (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ সহকর্মীদের সাথে পিকনিক ভ্রমনে রাজশাহী যাচ্ছিল কবির হোসেন (৩৫)। কিন্তু নিয়তির বিধি, পথিমধ্যেই চলন্ত গাড়ীতে ষ্ট্রোকে মৃত্যুবরন করতে হয় তাকে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ সেকশনের বার্ষিক বনভোজনে। মৃত কবির হোসেন উপজেলার বাবরা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। তিনি মোবরকগঞ্জ চিনিকলের ট্রাক্টরের হেলপার পদে কর্মরত ছিলেন। বাসে থাকা মামুন হোসেন নামে কবিরের এক সহকর্মী জানান, মোচিকের গ্যারেজ সেক্টরের শ্রমিকদের পিকনিকের গাড়িটি রাত দুইটার দিকে কালীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৩ টার দিকে তারা মাঝপথে বিরতি দেয়। সেখানে গাড়ীতে থাকা তাদের অনেকেই নিচে নামলেও কবির নামেনি। তাদের ধারনা ছিল কবির হয়ত ঘুমাচ্ছে। ভোরের আযানের পর রাজশাহী শহরের প্রায় ১৫/২০ কিঃ মিঃ আগে নামাজের জন্য গাড়ীটি আবারো বিরতি দেয়। এ সময় কবিরকে ডাকলে সে কোন সাড়া না দেওয়ায় তার গায়ে হাত দেওয়া মাত্রই অচেতন অবস্থায় শরীর নেতিয়ে পড়ে। তার এ অবস্থা দেখে সহকর্মীরা পিকনিকের গাড়ীটি দ্রুত রাজশাহী সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর এ্যাম্বুলেন্সে করে কবিরের মরাদেহ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন