তাপমাত্রা ছাড়াল ৩৬ ডিগ্রি, বাড়বে আরো

প্রথমবারের মতো এ বছরের তাপমাত্রা ছাড়াল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (১৫ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে সীতাকুণ্ডে। একইসঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলেই বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

রোববার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুর ও সৈয়দপুরে ১২ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন