করোনা নিয়ে গণসচেতনতায় কাজ করেছেন কাতার-প্রবাসী বাংলাদেশিরা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাতার সরকারের নির্দেশনা মতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটি কাতার। গণসচেতনতা সৃষ্টি, কাতারের আইন কানুন মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাসহ প্রবাসীদের বিভিন্ন বিষয় পরামর্শ দিচ্ছেন কমিউনিটির নেতারা।  

কাতারে কোভিড-নাইনটিন সংক্রমণের কারণে অভিবাসী ও কাতারি নাগরিকদের নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রাণঘাতী ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাসহ কাতারের আইন মেনে চলার আহবান প্রবাসী ও কমিউনিটির নেতাদের।

এ পর্যন্ত করোনা ভাইরাসে ৩৩০ জনের বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন কাতারে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তদের মধ্যে জর্দান, ফিলিপিন্স, সুদান, ইরানের নাগরিক রয়েছেন। এর মধ্যে চার জন রোগী সুস্থ হয়েছেন বলে জানায় দেশটির

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন