রাণীনগরে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

অগ্নি দূর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ ও রাণীনগর ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে রাণীনগরে অগ্নিকান্ডে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলার রেলগেট এলাকায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এতে ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত এলাকা বাসিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নিভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষন দেন। পরে রাণীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকান্ডের নানা উপকরণ ও ব্যবহার পদ্ধতির নানা তথ্যাদি, সেবা কার্যক্রম, অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায় করণীয়, ভূমিকম্প মোকাবেলায় করণীয় ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।
এসময় রাণীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: বজলুর রহমানসহ ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন