২৩শ’ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ গ্রামীনফোনের

বাংলাদেশে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য স্কুল কলেজ সিনেমা হল বন্ধ করা ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টেলিকম কোম্পানি গ্রামীনফোন এবার তার ২৩শ’ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েচে। সোমবার (১৫ মার্চ) এ সিদ্ধান্ত জানায় কোম্পানিটি। 

বাংলাদেশের শীর্ষ টেলিকম কোম্পানিটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ।

তিনি আরো জানান, যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন