প্রবাসীদের দেশে না ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রবাসীদের নিজ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় বিশেষ প্রয়োজন না হলে বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ অন্যান্য প্রবাসীদের।

দেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই প্রবাসীদের সংস্পর্শে ছিলেন। এ অবস্থায় প্রবাসীদের দেশে ফেরাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন না ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের অনেকেই।

প্রবাসীদের একজন বলেন, বাবা-মা, আত্মীয় স্বজন সবাই আপন হলেও রোগটা কারো আপন নয়।

আরেকক প্রবাসী বলেন, আমরা যারা প্রবাসে আছি তাদের দেশে না ফেরায় ভালো দেশে। সেটা করলেই আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারব।

মহামারির এ সময়ে সবাইকে নিজ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্য ন্যাশনাল হেলথ সার্ভিস ডা. আনোয়ারা আলী বলেন, যারা যেখানে আছেন সেই জায়গাতে থাকবেন। আমাদের পরামর্শ থাকবে এ মুহূর্তে ভ্রমণ করবেন না। যদি আপনি রোগ বহন করে থাকেন সেটাকে নিয়ে অন্য দেশে গিয়ে ছড়ানোটা কোনো কথা হতে পারে না।

একসঙ্গে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য বিভাগে কর্মরত সিনিয়র এ চিকিৎসক।

দেশের বাইরে যেসব প্রবাসীরা রয়েছেন, তারা যেন আতঙ্কিত হয়ে এ সময়ে বাংলাদেশে ভ্রমণ না করে। কেননা ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যদি এটি ব্যাপক হারে সংক্রমিত হয়, এর পরিনাম হতে পারে বেশ ভয়াবহ।

 

 

 

আপনি আরও পড়তে পারেন