মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত সন্তান!

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী প্রায় আট হাজার লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে বিধি না মেনে প্রকাশ্যে মায়ের সঙ্গে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে করোনা আক্রান্ত এক ভারতীয় তরুণ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্টে স্পষ্ট হয়, সম্প্রতি ইংল্যান্ড ফেরত কলকাতার টালিগঞ্জের এক তরুণের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আক্রান্তের মা একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং তরুণটি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

রোববার (১৫ মার্চ) লন্ডন থেকে দেশে ফেরার পর তরুণটিকে ১৪ দিন বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন। পরে করোনা আক্রান্ত সন্দেহে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিযোগ রয়েছে, তরুণটিকে যেভাবে আলাদা থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, সে তা মানেনি। সূত্রের দাবি, মায়ের সঙ্গে তরুণটি একটি সরকারি অফিসেও গিয়েছিল।

জানা গেছে, ওই তরুণের বাবা-মা এবং গাড়ির চালককে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মঙ্গলবার থেকে। ওই তরুণের সহযাত্রীদের খোঁজ চালানোর পাশাপাশি প্রতিবেশীদের কারও সঙ্গে তিনি কথা বলেছিলেন কিনা তাও খোঁজ করে দেখা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন