চসিক নির্বাচন স্থগিত চান বিএনপির প্রার্থী ডা. শাহাদাত

বাংলাদেশসহ বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা মহামারি করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলে শিঘ্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৮ মার্চ) রাতে সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি মহামারি আকার ধারণ করেছে। বুধবার বাংলাদেশে একজন মারা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে ভীতি কাজ করছে।

বিএনপি মনোনীত এ মেয়র প্রার্থী বলেন, এমনিতেই ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। করোনার কারণে তা আরও কমে আসতে পারে। আর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা রয়েছে। ইভিএমে আক্রান্ত কোনো ব্যক্তি ভোট দিলে তার পরবর্তী ব্যক্তি আক্রান্ত হতে পারেন। বিষয়টি নিয়ে সবার ভাবা উচিত।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা প্রচারণায় সতর্কতা অবলম্বন করছি। প্রচারণা সীমিত করছি। পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে । ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন