ভারত থেকে ফিরে ‘আইসোলেশনে’ প্রোটিয়ারা

করোনার ঝুঁকি এড়াতে সিরিজ স্থগিত করেই ভারত থেকে দেশে ফেরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেখানে পা রেখেও স্বস্তি নেই। ১৪ দিন অন্যদের থেকে আলাদা থাকতে হচ্ছে প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকা দলের প্রধান চিকিৎসক শুয়াইব মাঞ্জরা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ‘সকল খেলোয়াড়কে অন্তত ১৪ দিনের জন্য স্বেচ্ছা আইসোলেশনে অথবা সামাজিক কাজকর্ম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি আমরা।’

‘তাদের চারপাশের লোকজন, সমাজ, পরিবার, বিশেষ করে তাদের পরিবারের দুর্বল লোকদের সুরক্ষিত রাখার এটাই প্রকৃত উপায়। এই সময়ের মধ্যে যদি তাদের কোনো উপসর্গ অথবা উদ্বেগের মতো কোনো ব্যাপার দেখা যায়, তাহলে আমাদের বিদ্যমান প্রোটোকল অনুযায়ী সেগুলোর যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চিত করব।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ মাসের শুরুর দিকে ভারতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর গত ১৩ মার্চ সিরিজ স্থগিত করা হয়। মঙ্গলবার ভারত ছেড়ে যায় সফরকারীরা।

আপনি আরও পড়তে পারেন