করোনা ছড়িয়ে ঈশ্বর খারাপ কাজের শাস্তি দিচ্ছেন!

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের উহান থেকে এই ভাইরাস বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়েছে। সারা বিশ্বে দুই লাখ ২১ হাজার আটশ ৯০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট হাজার ৯৯৯ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার সাতশ ৯০ জন।

সারা বিশ্বে আতঙ্ক বাড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। এমন পরিস্থিতিতে রিয়েলিটি তারকা কোর্টনি কার্দাশিয়ান করোনাকে ঈশ্বরের শাস্তি হিসেবে অভিহিত করেছেন। ইন্সটাগ্রামের এক পোস্টে তিনি বলেন, করোনাভাইরাস সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। করোনা ছড়িয়ে ঈশ্বর খারাপ কাজের জন্য মানবজাতিকে শাস্তি দিচ্ছেন।

চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসের নতুন প্রাণকেন্দ্র হিসেবে ইউরোপকে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে এই ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিনদিনে ইউরোপে প্রত্যেকদিন গড়ে তিন শতাধিক মানুষের প্রাণ কেড়েছে করোনা।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন