আক্রান্তদের জন্য এক দিনের বেতন দিলেন রোমার ফুটবলাররা

এমন দু:সময়ে মানবতার হাত বাড়িয়ে দিল রোমার ফুটবলাররা। হাসপাতালের ভেন্টিলেটরস এবং বেড কিনতে অর্থ সহায়তা দিয়েছে তারা।

সব মিলিয়ে ৪ লাখ ৬০ হাজার ইউরো জমে পড়েছে তহবিলে। আর এই অর্থ এসেছিল খেলোয়াড়দের এক দিনের বেতন থেকে। এ ছাড়া অনেকে তাদের জার্সি নিলামে বিক্রি করে করোনায় আক্রান্তদের তহবিলে জমা দিচ্ছেন।

এর আগে সপ্তাহের শুরুর দিকে রোমার পক্ষ থেকে সর্বসাধারণের জন্য ১৩ হাজার মাস্ক এবং ১২০ বোতল হ্যান্ড সেনিটাইজার কিনে দিয়েছিল রোমা।

উৎপত্তিস্থল চীনের পর এখন এই প্রাণঘাতী ভাইরাসের ছোবল বেশি ইতালিতে। রীতিমতো লাশের নগরীতে পরিণত হয়েছে দেশটি। আর যারা হাসপাতালে ভর্তি তাদের সময়টাও যাচ্ছে খারাপভাবে। এমন দুঃসময়ে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াল ইতালিয়ান ক্লাব এএস রোমা।

আপনি আরও পড়তে পারেন