করোনা একদিনে কেড়ে নিল ১৬৩১ প্রাণ

চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রতিদিনই প্রাণ কেড়ে নিচ্ছে সহস্রাধিক মানুষের। শুধু রোববারই গোটা বিশ্বে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৩১ জন। এর মধ্যে ইতালিতেই ৬৫১ জন। এ নিয়ে করোনায় সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪,৬৩৮ জনে। আর সংক্রমিত ৩ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।

চীনের দাবি, তাদের দেশে করোনা নিয়ন্ত্রণে এসে গেছে। শনিবার প্রাণ হারিয়েছেন মাত্র ৯ জন। কিন্তু ইতালি তাদের পেছনে ফেলে এ মুহূর্তে বহু এগিয়ে, স্পেনেও ৩৯১ জন মারা গেছেন এ মারণ ভাইরাসে। ইরানে ১২৯ জন, ফ্রান্সে ১১২ জন, জার্মানিতে ১০ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, নেদারল্যান্ডে ৪৩ জন, ইন্দোনেশিয়ায় ১০ জন, অস্ট্রেলিয়ায় ৮ সহ বিভিন্ন দেশে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন।

করোনায় কাঁপছে ব্রিটেন-আমেরিকাও। শনিবার ব্রিটেনে মারা গেছেন ৮৪ জন, সংক্রমিত ৫৬৮৩ জন। আমেরিকায় প্রাণ হারিয়েছেন ১১৭ জন, মোট সংক্রমিত ৩৩৫৪৬ জন।

সূত্র: ওয়ার্ডও মিটার

 

 

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন