দোহারে উপজেলা পরিষদের সদস্যদের নিজ অর্থায়নে নিন্ম আয়ের মানুষের মাঝে খাবার বিতরন।

দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় করোনা পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী মহিলা লীগের আহবায়ক শামীমা ইসলাম বিথী।
জানা যায়,করোনা পরিস্থিতিতে গত শুক্রবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সদস্যদের নিয়ে এক জরুরী সভায় সিদ্ধান্ত গৃহিত হয়,পরিষদের সদস্যদের নিজ অর্থায়নে দোহারে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে উপজেলা পরিষদের সদস্যবৃন্দরা।এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল থেকে দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী উপজেলার মুকসুদপুর,নারিশা,নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর ইউনিয়নে এবং দোহার পৌরসভায় বসবাসরত নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, লবন, আলু, পেয়াজ বিতরন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী,নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান,কুসুমহাটি ইউপি চেয়ারম্যান মো.আমজাদ হোসেন আজাদ প্রমুখ।
এছাড়াও দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গোহ গত রোববার ও সোমবার নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী,মাস্ক বিতরন করেন।

আপনি আরও পড়তে পারেন