গ্রামে গ্রামে গিয়ে কাজ করছেন  নবাবগঞ্জ উপজেলা প্রশাসন

 

ঢাকা দক্ষিণ প্রতিনিধি:

করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বে এখন এক অাতঙ্ক বিরাজ। কারোনা প্রতিরোধে অন্যান্য দেশের মতো বাংলাদেশও নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রদক্ষেপ৷ সারাদেশে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন৷ অভিযান, ভ্রাম্যমাণ আদালতের মধ্য দিয়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

অন্যদিকে রাজধানীর ঢাকার নবাবগঞ্জ উপজেলা। এটি দেশের অন্যান্য উপজেলার মধ্যে প্রবাসী অঞ্চল হিসেবে বেশ পরিচিত। এখানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মজীবনের জন্য অনেকেই পাড়ি দিয়েছেন৷ বর্তমান করোনা প্রতিরোধ নিয়ে সরকারের সকল প্রদক্ষেপ বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে রাতদিন কাজ করছেন উপজেলা প্রশাসন৷ দিন অার রাত এখন তাদের এক হয়ে অাছে জনগণের জন্য। জনগণের সকল ধরনের নিরাপত্তা দিতে এবং সচেতন হওয়ার জন্য বাড়িতে বাড়িতে যাচ্ছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাজিবুল ইসলাম। তারা দুজন এখন জনগণের অন্যতম মায়াবী হিসেবে পরিচিত। তাদের দিক নির্দেশনায় কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা৷ শুধু তাই নয় সন্ধ্যা হলেই উপজেলার এই দুই কর্মকর্তা চলে যান বিভিন্ন পাড়াগাঁয়ে। গ্রামের লোকজন বাড়ি থেকে বের হয় কি না সেগুলোও তারা মনিটরিং করে যাচ্ছেন। এবং কেউ বাড়ি থেকে বের হলে তাকে সতর্ক বার্তা দিয়ে হুশিয়ারিও দেন৷ মানুষ যেন কোন ধরনের সমস্যা না পড়ে সেজন্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সাথে রয়েছে স্বাস্থ্য কর্মীরাও৷ যেসব লোকজনের ঠান্ডা, বা জ্বর রয়েছেন তাদের জন্য বাসায় গিয়ে চিকিৎসারও ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসন৷

স্থানীয়রা বলছেন, বর্তমান এই সময়ে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন রাতদিন কাজ করে যাচ্ছেন৷ তাদের কোন তুলনা হয় না৷ অাল্লাহ তাদের হেফাজতে রাখুক।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম বলেন, জনগণকে সচেতন করার লক্ষ্যে অামরা বাড়িতে বাড়িতে গিয়ে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছি। এমনকি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যের সহযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকায় বাজার গুলোতেও জোড়ালোভাবে মনিটরিং করা হচ্ছে। অাশাকরি সবাই সতর্ক থাকলে করোনা মোকাবেলা করা যাবে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন, গত কয়েকদিন অাগের তুলনায় মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছেন৷ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিরোধের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি অারও বলেন, অামরা জনগণের মুখে হাসি দেখতে চাই৷ তাদের একটু হাসিই অামাদের মুখটাকে হাসিয়ে তুলে৷ নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখি৷

আপনি আরও পড়তে পারেন