নবাবগঞ্জে ফজলুর রহমান ফাউন্ডেশনের খাদ্য সমগ্রী বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
করোনা ভাইরাস সংক্রমনরোধে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সরকার। তাই কর্মহীন নিম্নআয়ের মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। মঙ্গলবার তারই অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ৩হাজার পরিবারের মাঝে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। তাতে ছিল ৬ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, দুই কেজি আটা, এক কেজি তেল, এক কেজি লবন।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের তালিকাসহ খাদ্য হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীর সাহা প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন