করোনায় সৌদিতে আরও ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে করোনা ভাইরাসে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। তিন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। মঙ্গলবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১শ’ ১০। পরিস্থিতি উন্নয়নের আগে হজের পরিকল্পনা না করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের প্রকোপে স্থবির সৌদি আরব। একপ্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন বাসিন্দারা। কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসীরা। অর্থসংকটে, চেয়েছেন মানবিক সহায়তা।

প্রবাসীদের দূরাবস্থার বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার মেহেদী হাসান বলেন, বিষয়টি নিয়ে ঢাকাতে যোগাযোগ করা হচ্ছে।

সংক্রমণরোধে শত চেষ্টার মধ্যেই মঙ্গলবার নতুন করে শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। বাড়ছে মৃতের সংখ্যাও। সৌদি নাগরিকদের পাশাপাশি বৈধ ও অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। পরিস্থিতি উন্নয়নের আগে হজের পরিকল্পনা না করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আপনি আরও পড়তে পারেন