দোহারে হোম কোয়ারান্টাইন অমান্য করলে, কঠিন ব্যবস্থা নেবে প্রশাসন

মহিউল ইসলাম পলাশ দোহার (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার সভাকক্ষে যৌথ বাহিনীর, করোনা ভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধ কমিটির এক মিটিংয়ে এ সীদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বলা হয়, আগামীকাল শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে সব ধরনের দোকানপাট, কাচাবাজার, বেকারিসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শুধুমাত্র ঔষধ ও মুদির দোকান খোলা থাকবে। এছাড়া সকল ধরনের যানবাহন বিশেষ করে ইজিবাইক (অটো), মোটর সাইকেল, রিক্সা, ভ্যান চলাচল বন্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হতে পারবে না। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হবে এবং রাস্তা বন্ধ করে দেয়া হবে। মসজিদে নামাজ আদায় করতে না গিয়ে বাড়িতেই নামাজ আদায় করতে অনুরোধ করা হয়েছে। সকল প্রকার জনসমাগম এরিয়ে চলতে বলা হয়েছে। সকলকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। যদি কেউ হোম কোয়ারান্টাইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।এমনটাই সীদ্ধান্ত নেয়া হয় যৌথ বাহিনীর এ মিটিংয়ে। এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র , দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, ওসি তদন্ত মোঃ আরাফাত হোসেন, সেনাবাহিনীর দোহার-নবাবগঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেজর রাশাদ বিন কালাম, দৈনিক আগামীর সময় পত্রিকার সহকারী সম্পাদক আবুল হাশেম ফকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনি আরও পড়তে পারেন