সরকারি আদেশ না মানায় নবাবগঞ্জে দশটি পরিবহনকে অর্থদণ্ড

 

ঢাকা দক্ষিণ প্রতিনিধি:

সরকারি অাদেশ অমান্য করায় ঢাকার নবাবগঞ্জে ১০ টি পরিবহনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাগমারা, কোমরগঞ্জ, বক্সনগর, অাগলা, মাঝিরকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম।

এমনকি তিনি জানিয়েছেন অাজ (২ এপ্রিল) বৃহস্পতিবার থেকে সড়কে গাড়ি চললে সেসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

উল্লেখ্য যে, করোনা ভাইরাস নিয়ে সারাদেশ অাতঙ্ক বিরাজ করছে৷ এরই মাঝে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ ঘোষণা হলেও নবাবগঞ্জ রাস্তাঘাটে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এরই ধারাবাহিকতায় সরকারি অাদেশ অমান্য করার দায়ে দশটি পরিবহনকে অাটকের পর বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাজিবুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী গাড়ি চলাচল নিষেধাজ্ঞা থাকলেও অাদেশ অমান্য করে যেসব পরিবহন রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ এমনকি পরবর্তীতে যেন সরকারি নির্দেশনা মেনে চলেন সেজন্য সতর্ক করে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

আপনি আরও পড়তে পারেন