আবার খুলল চীনের সেই বাজারগুলো, খাঁচাভর্তি কুকুর-বিড়াল-বাদুর

করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে চীন। দেশটির যে রাজ্যে থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিলো সেই হুবেই-এ বাজারঘাট, অফিস আদালত বেশিরভাগই খুলে দেয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেয়া হয়েছে বেশ কিছু মাংসের বাজার; যেখানে কুকুর, বিড়াল, বাদুরসহ বিভিন্ন প্রাণীর মাংস বিক্রি করা হয়। চীন এই বাজারগুলোকে বলে থাকে ‘ওয়েট মার্কেট’।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল দেশটির একটি বাজারের বেশ কিছু ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, বিড়াল এবং কুকুর ভর্তি বেশ কয়েকটি খাঁচা।

গত জানুয়ারিতে চীন তাদের ওয়েট মার্কেটগুলো বন্ধ করে দেয়। হুবেই প্রদেশের উহানের এই ধরণের একটি বাজর থেকেই প্রথম করোনা ভাইরাস ছড়িয়েছিল। চীনাদের দাবি, তারা ভাইরাসটিকে পরাজিত করতে সক্ষম হয়েছে। আর তাই বাজারগুলো আগের মতো চলবে।

ডংগু শহরের একটি বাজার পর্যবেক্ষণের পর ডেইলি মেইলের সাংবাদিক জর্জ নোলেস বলেন, করোনার প্রাদুর্ভাবের আগে যেমনটি ছিলো ঠিক সেই অবস্থায় ফিরে গেছে এই বাজার। পার্থক্য শুধু এটুকুই যে, নিরাপত্তারক্ষীরা কাউকে বাজারের ছবি তুলতে দিচ্ছেন না যা আগে কখনোই হয়নি।

আপনি আরও পড়তে পারেন