দোহারে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা।

মাহবুবুর রহমান টিপু, দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
আহত ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন সুতারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।সারোয়ার ঢাকার একটি বেসরকারি হামদর্দ ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিবিএর ফাইনাল সেমিষ্ঠারে অধ্যায়নরত।
আহত ছাত্রলীগ নেতা সারোয়ার জানান,গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার সুতারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় বখাটে রবিন মোল্লা(২২) আমার উপর ইভটিজিংয়ের অভিযোগ এনে ক্রিকেট খেলার ষ্টাম্প দিয়ে জোরে জোরে পিটিয়ে আমার সাদা রংয়ের আরটিআর-১৫০ সিসি মটর সাইকেল ভাংচুর চালায়।এ সময়ে আমি বাধা দিলে আমাকেও পিটিয়ে আহত করে।এ ঘটনায় আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বিষয়টি দোহার থানা পুলিশকে জানালে,পুলিশ আমাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।এ সময়ে পুলিশের সামনে বখাটে রবিনের বাবা সুরুজ মোল্লা(৫৫) তিনিও আমাকে মেরে গুম করার ভয়ভীতি দেখান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান,হামলার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে দোহার থানার এস.আই তুহিনকে পরিদর্শনে পাঠাই।যতটুকু জানা যায়,আহত সারোয়ার গত কয়েকদিন আগে তার সহপাঠি এক বান্ধবী কেয়ার ছোট বোন রেশমীর জন্মদিনে আমন্ত্রিত হয়ে সেখানে যান।বিষয়টি কেয়ার চাচাত ভাই বখাটে রবিন ভালো চোখে না দেখে কিভাবে সারোয়ারকে শায়েস্তা করা যায় তার কৌশল পাকাতে থাকেন।এর জের ধরে বৃহস্পতিবার সারোয়ার বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা রবিন তার মটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়।এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার একটি লিখিত অভিযোগ পেয়েছি।বখাটে রবিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
এ বিষয়ে রবিনের সাথে একাধিকবার তার মোবাইল ফোনে ০১৮৩৫০৬৯৮০৯ যোগাযোগ করার চেষ্ঠা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

আপনি আরও পড়তে পারেন