নবাবগঞ্জে রাস্তায় ঘুরাঘুরি করায় ৬ জনকে অর্থদণ্ড

ফিরোজ হোসেন,(ঢাকা):

করোনা ভাইরাস নিয়ে সারাদেশে গণপরিবহন বন্ধ ঘোষণা করলেও নিয়ম মানছে না কেউ ৷ ঢাকার নবাবগঞ্জে সড়কে মোটরসাইকেল দিয়ে চলাচল করার দায়ে ৬ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ সরকারি নির্দেশনা অমান্য করার কারনে তাদেরকে ১১ হাজার ৫ ‘শত টাকা অর্থদণ্ড দেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজোর বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম সালাউদ্দীন মনজু৷

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম সালাউদ্দীন মনজু ‘ক্রাইম ভিশনকে’ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশনা দিয়েছেন নিজ নিজ বাড়িতে অবস্থান করতে৷ এমনকি গণপরিবহন বন্ধও ঘোষণা করেছেন৷ এরই ধারাবাহিকতায় নবাবগঞ্জের সিংজোর বাজার এলাকায় ভ্রান্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে ১১ হাজার ৫’শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে৷

অন্যদিকে করোনা প্রতিরোধে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি৷ এবং যারা সরকারি আদেশ না মেনে বাড়ির বাহিরে ঘুরাঘুরি করেন তাদেরকে পরবর্তীর জন্য হুশিয়ারি দেন।

আপনি আরও পড়তে পারেন