দুঃসংবাদ: করোনায় সৌদিতে বাতিল হচ্ছে হজ!

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ১৮৮৫ জন মানুষ আর এতে মারা গেছেন মোট ২১ জন।

ঠিক এমন সময় দুঃসংবাদ শুনালো ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। তারা বলছে, করোনা পরিস্থিতির কারণে এ বছর বাতিল হতে পারে হজ!

এটাও সত্য, সৌদিতে হজ বাতিল কোনও নতুন ঘটনা নয়। তবে আধুনিক ইতিহাসে এটি বিরল ঘটনা। সর্বশেষ ২২২ বছর আগে ১৭৯৮ সালে হজ বাতিল করা হয়েছিল।

তবে বাস্তবেই এবার হজ বাতিল হচ্ছে কিনা তা এখনো বলা না গেলেও সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে, চলতি বছর হজ অনুষ্ঠিত নাও হতে পারে।

জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা এ বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে করোনা ঠেকাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাতে। সেখানে কেউ ঢুকতেও পারছে না, বেরও হতে পারছে না।

সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, এবার হয়ত বাতিল হতে পারে হজ।

আপনি আরও পড়তে পারেন